আজ একজন মুরব্বির মুখে শোনা একটা কথা সারাদিন মনে পড়লো ।
তিনি বলেছিলেন কখনো খেয়াল করেছো?
লা ইলাহা ইল্লাল্লাহ হলো সবচেয়ে সহজ জিকির ? এটা বলতে গেলে মুখের ভেতর জিহ্বা ছাঁড়া আর কিছু ই নাড়াতে হয় না ।
না দাঁত নড়ে ,
না ঠোঁট নড়ে শুধু জিহ্বাটা-কে উপর – নিচ করতে পারলে ই হয়।
মুরব্বির কথা শুনে আমি ব্যাপারটা পরীক্ষা করে দেখলাম ।
আসলে ই তো !
শুধুমাত্র জিহ্বা ছাঁড়া আর কিছু ই নাড়াতে হয় না ।
আমার বিস্মিত মুখ দেখে মুরুব্বি বললেন আচ্ছা বলো তো ,
আল্লাহ তায়ালা এটার উচ্চারণ এতো সহজ বানালেন কেনো ?
আমি মুরুব্বি-কে জিজ্ঞেস করলাম ,
কেনো ?
তিনি বললেন মৃত্যুর আগে ভয়াবহ মুহূর্তে যখন শরীরের সবকিছু অচল হয়ে পড়ে তখন যাতে বান্দা কোনো রকম কষ্ট ছাঁড়া ই অনায়াসে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে।
এটাই কারণ,আর কিচ্ছু না ।
সুবহানাল্লাহ !